বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। শনিবার সকাল ১০টায় গৌরনদী ৯ নং বিট কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরনদী মডেল থানা কর্তৃক আয়োজিত সমাবেশে বিভিন্ন বিট পুলিশিং কমিটির সদস্যরা অংশ নেন এবং নারী নির্যাতনবিরোধী আলাদা আলাদা শোভাযাত্রা নিয়ে এই সমাবেশে যোগ দেন তারা।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাইমুল হক। তিনি বলেন, আমরা বরিশালের মাটিতে ধর্ষণ ও নারী নির্যাতনের মত জঘন্যতম ঘটনা ঘটতে দেব না। আমরা সবার সহযোগিতা চাই।আমাদের সন্তানদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে তাদের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে আনতে হবে। তাহলে সমাজ হবে অপরাধমুক্ত।
এছাড়াও একযোগে উপজেলার ১০টি বিট পুলিশিং কার্যালয়ে এ সমাবেশ অনুষ্টিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.