ক্রীড়া প্রতিবেদক
দেশে ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে নারী ও শিশুর প্রতি সহিংসতার হার। প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছেন নারী। দুর্বৃত্তদের ঘৃণ্য কর্মকা- দিন দিন বেড়েই চলেছে। প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে।
এবার এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন সাকিব আল হাসান।
নিজের ফেসবুক ফ্যানপেজে তিনি লিখেছেন, ‘এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে। ’
সাকিব বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী। ’
লড়াইয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সাকিব ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ’ বিষয়টি সামনে নিয়ে এসেছেন। তিনি মনে করেন দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে তথা মানুষকে রক্ষা করতে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন এখন নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সহিংসতা রোধে একইভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সাকিব বলেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়ে ছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। ’
স্ট্যাটাসে সাকিব নিজের পারিবারিক আবহের কথা উল্লেখ করে লেখেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবাও আমি। ’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.