এস. এম. সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ের বরাইদ শহীদ শামছুদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজের ৪র্থ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । এ উপলক্ষে শনিবার (৩অক্টোবর) বিকেলে স্কুল মাঠে ভিত্তি প্রস্তর ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
শহীদ শামছুদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজের সভাপতি আক্তার হোসেন সরকারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. শওকত আলী, মুত্কিযোদ্ধা সংসদ কমান্ডের (সাবেক) কমান্ডার নাজিম উদ্দিন আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, সহ-দপ্তর সম্পাদক আফতাব আহম্মেদ মাহবুব, তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক আইয়ুব খান, সদস্য ও ইউনিয়ন আ’লীগের সভাপতি লোকমান হোসেন সরকার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাষ্টার, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজ¦ী আব্দুর রহমান, কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা মনোয়ার হোসেন রবিন. ইউপি সদস্য কামরুল ইসলাম সহ অন্যরা ।
এ সময় আওয়ামীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিবাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে মুজিব শতবর্ষ উদযাপন শহীদ শামছুদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজের সভাপতি আকতার হোসেন সরকারের নিজস্ব অর্থায়নে স্থাপিত আধাপাকা ভবনের উদ্বোধন এবং ৪তলা ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম আহম্মেদ ধনু।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.