রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/
বরিশালের বানারীপাড়ার চাখারে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় চাখার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে বরিশাল জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আমীরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বর্মকর্তা ডা.এসএম কবির হাসান,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। জেলা সহকারী তথ্য কর্মকর্তা লেলিন বালার প্রাণবন্ত সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ান,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাষ্টার রুহুল আমিন,থানার উপ-পরির্দশক ওসমান গনি,খলিশাকোটা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসাইন, জেলা তথ্য অফিসের অফিস সহকারী আসাদুস সোবাহান প্রমুখ। কর্মশালায় চেয়ারম্যান,ইউপি সদস্য,শিক্ষক,সাংবাদিক ও নারী নেত্রী সহ নানা শ্রেণী-পেশার ৪০জন অংশগ্রহণ করেন। এদিকে জেলা তথ্য অফিসের উদ্যোগে গত ৬ দিন বানারীপাড়া পৌর শহর সহ উপজেলার বিভিন্ন জনাকীর্ণ স্থানে সচেতনতামূলক লোকসঙ্গীত অনুষ্ঠিত হয়।
রাহাদ সুমন,বানারীপাড়া
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.