রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র আ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সহ-সভাপতি ও বাইশারীর সাবেক ইউপি চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,সাংগঠনিক সম্পাদক ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাষ্টার রুহুল আমিন,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার প্রমুখ। এদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু’র উদ্যোগে বুধবার বাদ জোহর উপজেলার সলিয়াবাকপুর ও বানারীপাড়া পৌর শহরের বিভিন্ন মসজিদে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত বঙ্গবন্ধুর ভাগ্নে সাবেক চীফ হুইপ ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন রয়েছেন। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.