ডেক্স প্রতিবেদক:: বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি আকস্মিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার রাতে তাকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিউতে নিবিড় পরিচর্যায় আছেন। বরিশাল ১ আসনের এই সাংসদের ঘনিষ্ট একটি সূত্র এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়- বুধবার রাত ৯টার দিকে আকস্মিক তার শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার আশু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।
আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পিতা এবং বর্ষীয়ান রাজনৈতিক। তার অসুস্থতার খবরে বরিশালে নেতাকর্মী-সমর্থকেরা ভেঙে পড়েছেন। এই প্রবীণ নেতা সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন সকলে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.