রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠির উপজেলায় চাঁদকাটিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ফিরোজ শেখ নামে বিএসসি ইঞ্জনিয়ারিংয়ে পড়া এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে । সোমবার ১৪ সেপ্টেম্বর সকালে গুয়ারেখো ইউনিয়নের চাদকাঠী গ্রামে ৪ নং ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফিরোজ শেখ ওই গ্রামের আলমগীর শেখের মেজ ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরোজ শেখ তার বন্ধু জাহিদ এবং ছোট ভাই মোঃ হাসিব সোমবার সকালে মাছ ধরার জন্য ঘর থেকে বিদ্যুতের লাইন দিয়ে মটর চালু করে পুকুরে পানি সেচের কাজ করছিলো। শর্ট সার্কিট হয়ে মটরের বডিতে বিদ্যুত এসে য়ায়। তখন ফিরোজ মটর স্পর্শ করতেই পুকুরে পড়ে য়ায়। তাকে তার ছোটভাই হাসিব এবং বন্ধু জাহিদ পুকুর থেকে তুলে আনে। পরে তাকে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয় হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষনা করেন। মেধাবী ছাত্র
ফিরোজ শেখ ডিপ্লোমা শেষে ঢাকায় বিএসসি ইঞ্জনিয়ারিংয়ে পড়তো। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.