অনলাইন ডেস্ক
পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় ইরানের জুলফিকার-৯৯ নামে যে নৌমহড়া শুরু করেছে তা নির্বিঘ্নে শেষ করার জন্য বিদেশি বিমানগুলোকে ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।
ইরানের এই সতর্কবার্তা পাওয়ার পর ওই এলাকার আকাশ থেকে আমেরিকা তাদের সমস্ত ড্রোন সরিয়ে নিয়েছে। ইরানের সামরিক মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ তথ্য জানিয়েছেন।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে অনুষ্ঠানরত এই মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বিমান এবং স্থল শাখা অংশ নেবে।
মহড়ায় প্রতিরক্ষামূলক অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে।
এদিকে, চলমান এ মহড়ায় ইরান ড্রোন, টর্পেডো, ভূমি থেকে ভূমিতে এবং উপকূল থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
মহড়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য শাহান্দ ডেস্ট্রয়ার ও বন্দর আব্বাস সাপোর্ট শিপসহ ইরানের ৭৯তম নৌবহরকে ভারত সাগরে মোতায়েন করা হয়েছে। এসব জাহাজ বিদেশি ও শত্রুর জাহাজের গতিবিধির উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।
ইরানের সামরিক বাহিনীর বোমারু বিমান এবং কমব্যাট ড্রোন পূর্বপরিকল্পিত মিশন পরিচালনা করবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.