রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি/ বরিশালের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ঝালকাঠি জেলার একই পরিবারের পাঁচ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামে পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।
নিহত পাঁচজন হলেন- ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম, তার তিন সন্তান আরিফুর রহমান, তারেক ও শিউলি বেগম এবং আরিফের শ্যালক নজরুল ইসলাম। আরিফুর রহমান ও আব্দুল কাইউম তারেক ঢাকা উইনডে ওয়াশিং কোম্পানীতে চাকুরী করতো। আরিফের তিন দিনের নবজাতক শিশু বুধবার সকালে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যায়। নবজাতকের লাশ নিয়ে দাফনের জন্য বেসরকারী এ্যম্বুলেন্স যোগে আরিফ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঝালকাঠি আসার পথে বিকেলে ঢাকা -বরিশাল মহা সড়কে উজিরপুর এলাকায় আসলে বরিশালের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ও বাসের সাথে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এম্বুলেন্সে থাকা আরিফ (৩৫) তার ছোট ভাই তারেক (২৫), মা কহিনুর বেগম (৬৫) ছোট বোন শিউলি বেগম (৩০) শ্যালক নজরুল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। এ দুর্ঘটনায় গাড়িচাল নিহত হয়েছে। নিহত অ্যাম্বুলেন্স চালকের নাম আলমগীর; তার বাড়ি কুমিল্লা।###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.