বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর অব জেনারেল (আইজিপি)' র নির্দেশ বাস্তবায়নে সারাদেশব্যাপী বিট পুলিশিং কার্যালয় স্থাপনের মাধ্যমে অপরাধ দমনের অংশ হিসেবে বরিশাল জেলার দশটি থানা এলাকায় সেই কার্যক্রম অব্যাহত রয়েছে। বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাইমুল হক আজ বাবুগঞ্জ থানার বিভিন্ন বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেন এবং জনগণের সাথে মতবিনিময় করেন।
এসময় জনাব মোঃ নাইমুল হক বলেন " পুলিশ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের সহযোগিতা নিয়ে সমাজ থেকে সকল ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব "। বিট পুলিশিং কার্যালয়ে আগত বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে তিনি মতবিনিময় করেন এবং বিট পুলিশের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারবৃন্দ। তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পুরুষ মহিলা অনেকের সাথে কথা বলেন। উল্লেখ্য যে,বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় ইতিমধ্যে ১৫১টি বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হয়েছে এবং সেগুলো থেকে জনগণকে কাঙ্খিত সেবা দেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.