অনলাইন ডেস্ক
২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় সাক্ষী দেয়া প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি এই চার্জশিট ও অভিযোগ মানি না। বোমা হামলার ঘটনার সময় পরপর আমার কাছ থেকে সাক্ষ্য নেয়া হয়েছিল। যে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য গ্রহণ করেছে, আমি যা বলেছিলাম তার সাথে কোন মিল নেই। এজন্য আমি আদালতকে তা অবগত করেছি এবং আদালত তা গ্রহণ করে আদালতের পিপিকে পিটিশন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।
সোমবার দুপুরে ২টা ১৪ মিনিটে শামীম ওসমান আদালতে সাক্ষী দিতে প্রবেশ করেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম বিচারক শেখ রাজিয়া সুলতানা তার সাক্ষ্য গ্রহণ করেন। আদালতে সাক্ষী দেয়া শেষে আদালত থেকে বের হয়ে আদালত প্রাঙ্গণে জমায়েত গণমাধ্যম কর্মীদের কাছে আদালতে দেয়া সাক্ষ্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ জুন চাষাড়া শহীদ মিনার সংলগ্ন আওয়ামী লীগ অফিসে শামীম ওসমানকে টার্গেট করে বোমা হামলা হয়।
ওই বোমা হামলায় ২০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.