ডেক্স প্রতিবেদক : গণপরিবহনে স্বাভাবিক সময়ের ভাড়া ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে নগরের নথুল্লাবাদস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্বদান দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। তিনি জানান, ভাড়া নিয়ে কো্নো অভিযোগ না পেলেও স্বাস্থ্যবিধি মানা নিয়ে বেশ অনিয়ম রয়েছে। বিশেষ করে মুখে মাস্ক পরার ক্ষেত্রে অসচেতনতা বেশি। বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বাসচালক, হেলপার ও কন্ডাক্টরের। এ বিষয়ে তাদের ও যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি র্যাব-৮ এর সদস্যদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযানে আটজনকে ১৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। পরেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.