ডেক্স প্রতিবেদক : মহানগর পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেন, প্রজ্ঞাবান রুচিশীল মানুষের পরিচয় দিয়ে যাঁরা ভেতরের সুকুমার জাগ্রত করে স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে জনকল্যাণে আত্মনিয়োগ করেন, আমরা সাধ্যমত তাদের পাশে থাকবো। আজ শনিবার (২৯ আগস্ট) রোটারিয়ান ক্লাব বরিশালের সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নগরীর অসহায় পরিবারকে আত্মনির্ভরশীল করতে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি আয়োজক রোটারিয়ানদের উদ্দেশ্য বলেন, সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে রোটারিয়ানদের তৎপরতাও সম্পূর্ণ সেবামূলক। সু-শৃঙ্খল নিরাপদ সমাজ উপহার দিতে রোটারিয়ানরাও ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ কমিশনার আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার। পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের প্রথম বুলেট ছোড়া থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিলগ্নে যে ভূমিকা পালন করেছে বিশেষ করে মরণঘাতী করোনার প্রাদুর্ভাবে কর্তব্য পালনের পাশাপাশি মানবিক গুণাবলী প্রকাশ করেছে তা আজ সারা বাংলাদেশ সহ বিশ্বের দরবারে প্রশংসনীয়। তিনি বলেন, শুধু নিজেকে দায়িত্বের গন্ডিতে সীমাবদ্ধ না রেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কখনো কখনো স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী নিয়ে, কখনও সচেতনতার বাণী নিয়ে, নীরবে-নিভৃতে রাতের আধারে ব্যক্তিগত তহবিল থেকে মহামারী পরিস্থিতির শিকার সম্মানিত জনগণের বাড়ি বাড়ি গিয়ে সাধ্যমত সাহায্য নিয়ে হাত বাড়িয়েছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.