বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে বাড়ির নকশা হবে নতুন বিধিমালায়।
এরই ধারাবাহিকতায় বিসিসির সাধারণ সভায় ঢাকা সিটি মহানগর ইমারত বিধিমালা ২০০৮ অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের স্থপতি হৈমন্তী শুক্লা বসু জানিয়েছেন বিসিসির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিসিসিতে দাখিল করা সব নকশা ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০০৮ অনুযায়ী নকশা প্রস্তুত করে দাখিল করতে হবে।
যারা নকশা দাখিল করবেন, তাদের প্রয়োজনে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য বিসিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.