অনলাইন ডেস্ক
পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করায় ৫ অনুপ্রবেশকারী গুলি করে হত্যা করেছে বিএসএফ।
শনিবার ভোরে পাঞ্জাবের তরণ তারনের কাছে এই ঘটনা ঘটে। ডাল বর্ডার আউটপোস্ট দিয়ে ওই অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল বলে জানিয়েছে বিএসএফ।
জানা গেছে, এদিন সন্দেহভাজন কয়েকজনকে অনুপ্রবেশ করতে দেখার পরই গুলি চালায় বিএসএজ সদস্যরা।
ভোর ৪ টা ৪৫ মিনিট নাগাদ সেই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ ওই দলে ছিল কিনা, তা জানতে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। সূত্র: কলকাতা২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.