বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের বুলু ফকিরের ছেলে সবুজ ফকির ও একই গ্রামের সামচুল হকের ছেলে মাদক ব্যবসায়ী সাইরুল ইসলাম রনিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে মধ্যবাকাল থেকে এসআই সুশান্ত কুমার গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১০পিচ ইয়াবা ও ২শত গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে। এসআই সুশান্ত কুমার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-১১(২০-৮-২০২০)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসআই সুশান্ত কুমার বলেন, মাদক বেচা-কেনার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.