রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আত্মর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র ইমরান হোসেন (২০) সুইসাইড নোটে লিখে আত্মহননের পথ বেছে নিয়েছেন।“সিলিং এ ঝুলে গেল আত্মা, এরই নাম আত্মহত্যা” মোবাইল ফোনে ফেসবুকের টাইম লাইনে মেসেস পাঠিয়ে দিয়ে নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলে পড়ে সে আত্মহত্যা করে। সে বরিশালের উজিরপুর উপজেলার গাজিরপাড় গ্রামের মোঃ তোতা দফাদারের ছেলে। ১৭ আগস্ট সোমবার বেলা ১১টায় উজিরপুর উপজেলার গাজিরপাড় গ্রামের নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইমরান হোসেন গত এক বছর ধরে রংপুর এলাকার ইডেন কলেজে পড়ুয়া একই বর্ষের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সে মানসিক ভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলে। প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিজ বাড়িতে সে একাকীত্ব জীবন যাবন করত। তার বাবা-মা উজিরপুর থানা কমপ্লেক্স সংলগ্ন নতুন বাড়িতে অবস্থান করার সুযোগে সে এ আত্মহননের ঘটনা ঘটায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, প্রেম বিরহের কারণে কিছুদিন ধরে ইমরান হোসেন মানসিক ভাবে অসুস্থ্য ছিল। সে ফেসবুকে আত্মহত্যা নিয়ে বিভিন্ন কথা লিখত। মৃত্যুর পূর্বে টাইম লাইনে “সিলিং এ ঝুলে গেল আত্মা, এরই নাম আত্মহত্যা” লিখে সে আত্মহত্যা করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে ইমরানকে হারিয়ে তার পরিবারে শোকের মাতম বইছে। এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.