বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ৩০-০৭-২০২০ খ্রিঃ তারিখে জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয় বরিশাল ও পটুয়াখালী জেলার পায়রা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।পোনা অবমুক্তকালে ডিআইজি মহোদয় তার বক্তব্যে বলেন, মৎস্য আমাদের জাতীয় সম্পদ।সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বিগত কয়েক বছরে দেশে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলে তা জাতীয় আয় বর্ধনে ব্যাপক সহায়তা করে। এজন্য তিনি সমাজের সকল সামর্থ্যবান নাগরিকবৃন্দকে নদী, জলাশয়, পুকুর ও বিলে মাছের পোনা অবমুক্ত করে দেশের মৎস্য উৎপাদনে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বরিশাল ও পটুয়াখালী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.