ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি মহিলা কলেজ রোডে নির্মাণাধীন চারতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মো.নূরহোসেন হাওলাদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঝালকাঠি সদর থানা পুলিশ বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মো.নূরহোসেন হাওলাদার এর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ী গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানায়,ঝালকাঠি মহিলা কলেজ রোডের (১৭৮/১) মান্নান ডাক্তারের চারতলা ভবনের বাঁশের মাচা দিয়ে কাজ করার সময় মাচা ভেঙ্গে নীচে পড়ে গিয়ে মাথায় ও শরিলের বিভিন্ন স্থানের গুরুতর জখম হলে সাথে সাথে শ্রমিকরা তাকে সদর হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে গেলে ইমারজেন্সি বিভাগের ডাক্তার মো.জাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। নিহত শ্রমিক নুর হোসেন উক্ত কাজের ঠিকাদার মো. সাইদুল ইসলামের কাজ করতো।
ঝালকাঠি সদর থানার এস আই মো.সাইফুল ইসলাম জানায়,ঘটনার খবর পেয়ে তৎক্ষনিক হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পর্ন করেছি ও ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.