বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় সীমিত কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকাল সাড়ে আটটায় সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ সিকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত,
এসময় আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, সফিকুল হোসেন সকুল সেরনিয়াবাত, উজ্জল লাহেড়ী, মুরাদ শিকদার, চাঁন সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপুসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.