নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছে। শনিবার রাতে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুলতানা পারভীন জানান, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন তিনি। গত দুই সপ্তাহ আগে চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গত ১৪ জুলাই গ্রামের বাড়িতে যান।
এরপর ২৩ জুলাই হঠাৎ করে গুরুতর অসুস্থ হলে আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল। আজ শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইভ সাপোর্টে নেওয়া হয়।
বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা ভালো না জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.