মোঃগোলাম রাব্বানী ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে ২১ - ২৭ জুলাই মাছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ বিরোধী অভিযানে ধারাবাহিকতায় নীলফামারী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত ।
গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা চাপানীর হাটে ১ লক্ষ ৭৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
. ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, ডিমলা থানার পুলিশের এসআই আতিকুর ইসলাম আতিক সহ সঙ্গীয় ফোর্স।
জব্দকৃত জালগুলো ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের সামনে সাধারণ জনগণের সামনে আগুনে পুরে ফেলার পূর্বে উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষে আজ এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তিনি আরো জানান, চলমান ভ্রাম্যমান আদালতের বিষয়টি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা দোকান খোলা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি। এর পর যদি উপজেলায় কোন ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ ঘোষিত জাল যদি পাওয়া যায় তাৎক্ষনিক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। আসুন দেশীয় মাছ বাঁচাই আমিষের চাহিদা পূরণ করি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.