অনলাইন ডেস্ক:: ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের মধ্যে গোপনে বিয়ে করার আধা ঘণ্টা পর আত্মহত্যা করেছে নবদম্পতি। একই ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বামী প্রসেনজিৎ মাঝি ও স্ত্রী আগমনী বাগদি। গতকাল শুক্রবার বাঁকুড়া জেলার ইন্দাস বনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, আগমনী বাগদির এর আগে বিয়ে হয়েছিল। ছয় মাস আগে তার স্বামী মারা যান। পরে বিধবা আগমনীর গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বনপুকুর গ্রামের প্রসেনজিৎ মাঝির সঙ্গে।
সমাজের বাধানিষেধকে উপেক্ষা দুজনে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেন। গতকাল শুক্রবার দুজনেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে গোপনে বিয়ে করেন।
স্থানীয়রা মনে করছেন, বিয়ের পর অন্যের বাঁকা চাহনির কথা ভেবে দুজনে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। পুলিশ গিয়ে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.