চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় বসবাসকারী ১৩ হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী হতে বিভিন্ন ধরণের সহায়তা দিয়েছে ৬ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সকালে এসব সহায়তা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এ সহায়তা প্রদান করে। সহায়তার মধ্যে ছিলো ভ্যানগাড়ি, গবাদিপশু, সেলাই মেশিন, চায়ের দোকানের মালামাল ও নগদ টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্তের দতদরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে বিজিবি এ উদ্যোগ নিয়েছে।
কর্মসূচিতে ৬টি সেলাই মেশিন, একটি ভ্যানগাড়ি, ৪টি গবাদিপশু, চা দোকানের মালামাল ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, অতিরিক্ত পরিচালক নিস্তার আহম্মেদ ও সহকারি পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.