র্যাব -৮, বরিশাল কর্তৃক ঢাকা সদর ঘাটে লঞ্চ দুরঘর্টনার ০১ (এক) জন পলাতক আসামী গ্রেফতার।
গত ২৯ জুন ২০২০ তারিখ ঢাকা সদর ঘাট এলাকায় বহুল আলোচিত চাঞ্চল্যকর লঞ্চ দুঘর্টনায় কবলিত মর্নি বার্ড লঞ্চটিকে ময়ুর - ২ লঞ্চ ধাক্কাদেয় যার ফলশ্রতিতে মর্নি বার্ড লঞ্চটি ডুবে যায় এবং ৩২ জন যাত্রীর প্রাণহানী ঘটে। উক্ত ঘটনার ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় লঞ্চের মালিক ও সকল কর্মচারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। উক্ত আসামী দেশের বিভিন্ন এলাকাসহ মংলা বাগেরহাট এলাকায় আতœগোপনে চলে যায়। র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে তদন্তের এক পর্যায়ে তার অবস্থান নিশ্চিত ভাবে জানা যায়। পরবর্তীতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামী সুকানী মোঃ নাসির মৃধা(৪০) পিতাঃ মোঃ শাহজাহান মৃধা, সাং- ভবানীপুর, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল কে অদ্য ১৫ জুলাই ২০২০ তারিখ আনুমানিক রাত ০৩.৪৫ ঘটিকায় বাগেরহাট জেলার বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব -২ কার্গো জাহাজ থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ নাসির মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে এমভি ময়ূর - ০২ লঞ্চের মাষ্টার এর সহযোগী (সুকানী) হিসেবে নিয়োজিত ছিল এবং দূর্ঘটনার পর থেকে সে বিভিন্ন জায়গায় আতœগোপন করে পলাতক ছিল। আসামী সুকানী মোঃ নাসির মৃধাকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার করার জন্য র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.