অনলাইন ডেস্ক
ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রীকে ঘুমের ট্যাবলেট খেতে দেখে স্বামী সাইফুল ইসলাম (৬৫) বিষপান করে আত্মহত্যা করেছে।
শুক্রবার রাত ১২টার দিকে পৌর এলাকার বালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মৃত মইজদ্দি শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ও বালিডাঙা গ্রামের মৃত আইন মন্ডলের জামাই।
নিহতের মেয়ে মেরিনা খাতুন জানান, মায়ের সাথে পারিবারিক কলহের জের ধরে বাবার সাথে ঝগড়া হয়। এরই সূত্র ধরে রাত আনুমানিক রাত ১২টার দিকে বাবা আগে বিষপান করে। পরে বাবার দেখাদেখি মা ও অভিমান করে বিষপান করে। এসময় স্থানীয়রা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিকিৎসাধিন অবস্থায় বাবা মারা যায়।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে স্ত্রী আগে ঘুমের ট্যাবলেট খায়। এরপর বিষপান করে স্বামীর মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.