অনলাইন ডেস্ক
করোনার থাবা এবার সরাসরি টলিউডে। কোভিড-১৯ এ আক্রান্ত হলেন কোয়েল মল্লিক-সহ পুরো পরিবার। শুক্রবার সন্ধ্যাতে কোয়েল টুইট করে জানান তার নিজের ও বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী নিসপাল সিং রানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
জানা গেছে, গত দুসপ্তাহ ধরেই তারা জ্বর-সর্দি কাশিতে ভুগছিলেন।
পরে দেখা যায় শ্বাসকষ্টের মতো উপসর্গও। এরপর কোয়েল ও তার মা-বাবার শরীর খানিকটা খারাপ হওয়ায় করোনার পরীক্ষা করা হয়। শুক্রবার সেই রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তারা সকলে হোম কোয়ারেন্টাইনে আছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।
এই মুহূর্তে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আছেন কোয়েল। শারীরিক কোনও অসুস্থতা বা সমস্যা নেই তাদের। দ্রুত সুস্থ হয়ে উঠুক সবাই। সেই প্রার্থনাই করছেন সকলে। কোয়েলের টুিইটে রিটুইট করে সেই প্রার্থনাই জানিয়েছেন জিৎ, জিৎ গাঙ্গুলীসহ ইন্ডাস্ট্রির অনেকেই।
সূত্র : এই সময়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.