অনলাইন ডেস্ক
চাঁদপুরের হাইমচরে মফিজুর রহমান মিজি (৪৫) করোনা পজেটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন। এদিকে ছেলের মৃত্যু শোকে বৃদ্ধা মা বিকেলে মারা গেছেন। একদিনে মা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্য ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।
হাইমচর উপজেলার আলগী (উত্তর) ইউনিয়নের উত্তর আলগী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. মফিজুর রহমান মিজি কয়েকদিন যাবৎ করোনার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন।
নমুনা পরীক্ষা দেয়ার পর বুধবার তার রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।
এদিকে ছেলের মৃত্যু শোকে বিকেলে মারা যান তার বৃদ্ধা মা সুফিয়া বেগম (৬৫)। উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে বৃদ্ধা মা’র মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, মফিজুর রহমান মিজি করোনায় আক্রান্ত ছিলেন। তার মা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এ জন্য নমুনা সংগ্রহ করা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে ছেলের পাশেই মাকে দাফন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.