করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড। প্রাথমিক পর্যায়ে আজ মঙ্গলবার থেকে ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড ২১ দিনের জন্য পুরোপুরি লকডাউন হবে বলে নিশ্চিত ছিলেন ওয়ার্ডবাসী। কেননা লকডাউন কার্যকর করতে গত রোববার থেকেই ওয়ার্ড দুটিতে চলছিল মাইকিংসহ নানা প্রস্তুতি। অপেক্ষা ছিল সকাল হওয়ার।
কিন্তু লকডাউন কার্যকরের মাত্র ৮ ঘণ্টা আগেই পাল্টে যায় পূর্বের সেই সিদ্ধান্ত। অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার থেকে লকডাউন হচ্ছে না ওই দুটি ওয়ার্ড। জন প্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল রাত ১০ টার দিকে ওয়ার্ড দুটিতে লকডাউন কার্যকর হচ্ছে না বলে সংশ্লিষ্ট কাউন্সিলরদের জানিয়ে দেয় বিসিসি’র স্বাস্থ্য বিভাগ। এর পরপরই লকডাউন কার্যকর হচ্ছে না বলে মাইকিং শুরু হয় ওয়ার্ড দুটিতে।
বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু জানান, ‘লকডাউন বাস্তবায়নে আমরা সকল ধরনের প্রস্তুতিই সম্পন্ন করে রেখেছিলাম। লকডাউনে থাকা এলাকার মানুষের ঘরে খাদ্য সামগ্রীসহ জরুরী সেবা পৌঁছে দেওয়ার জন্য অনলাইন সার্ভিসও চালু করেছি।
কিন্তু রাত ১০টার দিকে হঠাৎ করেই সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানের ফোন আসে। তিনি জানিয়ে দেন ২৩ জুন মঙ্গলবার থেকে ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড লকডাউন হচ্ছে না। তবে স্থায়ীভাবে নয়, বরং পরবর্তীতে লকডাউন কার্যকর করা হবে। তাই পূর্বপ্রস্তুতি নিয়ে রাখার জন্যও বলেছেন স্বাস্থ্য কর্মকর্তা।
একই কথা জানিয়েছেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফ মো. আনিসুর রহমান। তিনি বলেন, মেয়র মহোদয় আমাকে ফোন দিয়ে লকডাউন হবে বলে জানিয়েছেন। এ কারণে তার সিদ্ধান্তের বিষয়টি মাইকিং করে এলাকায় জানিয়ে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে লকডাউন কার্যকর হবে জানিয়ে তিনি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতেও বলেছেন।
হঠাৎ করে লকডাউন বাতিলের বিষয়ে বক্তব্য জানতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণেই হঠাৎ করে লকডাউন কার্যকর না করার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.