অনলাইন ডেস্ক:: বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পবিত্র নগরী মক্কার দেড় সহস্রাধিক মসজিদ খুলছে।
আগামী রোববার (২১ জুন) ফজরের নামাজের সময় থেকে মক্কা নগরীর ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেওয়া হবে। শুক্রবার (১৯ মে) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সেখানে সৌদির ইসলামিক আফেয়ার্স মিনিস্ট্রির বরাত দিয়ে বলা হয়, মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার শর্ত হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে নিয়ে এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.