অনলাইন ডেস্ক:: করোনাভাইরাস টেস্টের জন্য মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে নমুনা প্রদানকারীর জাতীয় পরিচয়পত্র লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। করোনায় আক্রান্ত বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।
আজ শুক্রবার থেকে নমুনা দিতে আসা ব্যাক্তিদের জাতীয় পরিচয়পত্র সাথে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জেলা স্বাস্থ্য বিভাগের ফেসবুক পেইজেও দেয়া হয়েছে।
জানা গেছে, কয়েকদিন আগে মাদারীপুর শহরের পাকদি এলাকায় সিদ্দিক নামে এক ব্যক্তি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা না দিলেও তার মোবাইলে করোনা পজিটিভ হয়েছে জানিয়ে এসএমএস আসে। প্রশাসনের লোকজনও সিদ্দিককে খুঁজতে থাকে। পরে জানা যায় সিদ্দিকের মোবাইল দিয়ে অন্য কেউ করোনা টেস্ট করিয়েছে। এ কারনে প্রকৃত আক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।
এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত হলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা পরীক্ষার জন্য জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সাথে আনার বিষয়টি বাধ্যতামূলক করে।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এখন থেকে করোনা টেস্টের জন্য নমুনা দিতে হলে নমুনা প্রদানকারীকে তার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সাথে আনতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.