ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার সিভিল সার্জনের দায়িত্ব পেলেন সদর হাসপাতালের আর এম ও ডা. আবুয়াল হাসান। পূর্বে এ পদে দায়িত্বে থাকা ডা.শ্যামল কৃষ্ণ হাওলাদার গত ১৫ জুন অবসরে যাওয়ায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে একই পদের দায়িত্ব পেয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট আরএমও ডা. আবুয়াল হাসান।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, ঝালকাঠিতে সিভিল সার্জন হিসেবে কর্মরত ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সোমবার (১৫ জুন) চাকুরী জীবন শেষ করে অবসরে যাওয়ায় একইদিন ১৫ জুন দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের এক আদেশে ডা. আবুয়াল হাসানকে ঝালকাঠিতে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে নিযুক্ত করা হয়। নতুন সিভিল সার্জন যোগদান না করা পর্যন্ত ডা. আবুয়াল হাসান সিভিল সার্জনের দ্বায়িত্ব পালন করবেন।
এ পদে যোগদানের পূর্বে তিনি ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসকের (আরএমও) দায়িত্বে ছিলেন।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন গালুয়া গ্রামের স্কুল শিক্ষক মরহুম
মোকাম্মেল হোসেনের সন্তান ডা. আবুয়াল হাসান ২৭ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন। একই সাথে তিনি মেডিসিনের ওপর এফ.সি.পি.এস ডিগ্রি অর্জন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর হাসপাতালসহ বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা সেবায় কর্মরত ছিলেন। এর আগেও ডা. আবুয়াল হাসান ঝালকাঠি হাসপাতাল ও রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালিন সময় রোগীদের উন্নত সেবা দিয়ে ব্যপক সুনাম অর্জন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.