পানি সম্পদ প্রতিমন্ত্রী জর্নেল (অব) জাহিদ ফারুক শামীম এমপির ব্যাক্তিগত কর্মকর্তা হাদিস মীরকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
১ জুন থেকে এই আদেশ কার্যকর বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
আজ (১৬ জুন) মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ প্রদান করা হয়।
প্রসঙ্গত পানি সম্পদ প্রতিমন্ত্রীর প্রিভিলেন্স স্টাফ বা ব্যাক্তিগত কর্মকর্তা পদে ২০১৯ সালের ২৯ জানুয়ারী নিয়োগ পান বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের আব্দুল খালেম মীরের ছেলে হাদিস মীর।
নিয়োগ পাওয়ার পর এলাকায় মন্ত্রীর নাম ব্যবহার করে সাধারণ মানুষদের হয়রানী করতেন। জমি দখল, মারধর, চাঁদাবাজীর মতও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
তা জানতে পেরে ব্যক্তিগত কর্মকর্তা পদ থেকে হাদিস মীরকে অব্যাহতি দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.