অনলাইন ডেস্ক:: বগুড়ার আদমদীঘির সান্তাহারে আকষ্মিকভাবে মাদকাসক্ত এক আটোচালকের (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সান্তাহার স্টেশন রোডে ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তি নওগাঁর তিলকপুরের ভবানীপুর গ্রামের সেকেন্দার কাজীর ছেলে দেলোয়ার কাজী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার সান্তাহার থেকে তিলকপুর সড়কে বেশ কিছু দিন ধরে ওই ব্যক্তি চার্জার চালিত অটোরিকশা চালাতেন। শুক্রবার বিকালে সিএনজি যোগে সান্তাহার স্টেশন রোডের স্ট্যান্ডে এসে নামেন। এরপর একটি ওষুধের দোকানের সামনে যাবার সময় হঠাৎ তার কোমর থেকে ব্যাপক ভাবে রক্তক্ষরণ শুরু হয়। নিমিষেই ছটফট করতে-করতে ঘটনাস্থলে ওই অটোচালক মারা যায়।
খবর পেয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি জানান, ওই ব্যক্তির কোমরে থাকা ব্যাগে নেশার এ্যাম্পুল ইঞ্জেকশন, গাড়ীর কাগজপত্র ও চাবি পাওয়া যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.