সোহেল সানি
নঈম নিজাম,দেশবরেণ্য গুনীমান্যি মোহনীয় এক ব্যক্তিত্ব। বিদগ্ধ সাংবাদিক ও
খ্যাতিমান সম্পাদক।
করোনাকে পরাভূত করে তাঁর সুস্থতার খবর,তাই সতীর্থ-সহকর্মীদের মুখে এখন
প্রোজ্জ্বল হাসির ফোয়ারা।
করোনায় আক্রান্ত হয়ে সহকর্মীদের মৃত্যুতে আমাদের চোখে যে কান্নার সাঁতার
তা কবে থামবে জানিনা, তবে মহান আল্লাহ নঈম নিজাম ভাইয়ের মতো তাঁর সব
বান্দাদের সুস্থ করে দিন।
নঈম নিজাম ভাই আমার পরম শ্রদ্ধেয়, সুপ্রিয় সহোদর-তুল্য অকৃত্রিম সুহৃদ।
আমার প্রাণের প্রেরণা।
নিছকই সৌজন্যের ভণিতায় বা খাতিরে নয়, সতীর্থ-সহকর্মীদের বেলায়ও নয়, চরম
সমালোচকদের হৃদয়ের কড়া নাড়েন-সহাস্যে, সরলপ্রাণে।
তাঁর প্রীতি মুগ্ধ মহানুভাব, অসাধারণ বাগ্মিতায় আর কথপোকথনের অপূর্ব
আকর্ষণ সবার হৃদয় জয় করে চলে।
তিনি এজন্যই সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক। শুধু তাই নয়,
তিনি সম্পাদক, জনপ্রিয় টিভি চ্যানেল নিউজ টুয়েন্টি ফোর এরও। তাঁর
দীর্ঘসময়ের সাংবাদিকতার কর্মযজ্ঞে প্রমাণ মিলেছে, দায়িত্ব ও কর্তব্য
সম্পাদনের হিমাদ্রি সদৃশ্য এক অটল প্রতিজ্ঞায় ব্রত।
অসাধারণ প্রতিভা আর
অসীম দৃঢ়তার মিশেলে তাঁর দৃষ্টির সীমানা বিস্তৃত। অনিন্দ্য সুন্দর ও
অনন্য সাধারণ এক সম্পাদক নঈম নিজামকে
ক্ষোভ, ভ্রূকুটি, অস্থিরতা কখনোই কর্তব্যকর্মে টলাতে পারেনি। তাঁকে স্বীয়
আদর্শ ও উদ্দেশ্য থেকেও লক্ষ্যভ্রষ্ট করা যায়নি। সত্যের সান্নিধ্যলাভের
কারণে তাঁর বিবেকের কাঠগড়ায় খাড়া হতে পারেনি,
মিথ্যার প্রাচীর। কর্ম সম্পাদনে অশুভের আস্ফালনে কিংবা নানা বাঁধা
বিপত্তিতে নীতিনৈতিকতাকে বিসর্জন দেননি। ঈষর্নীয় প্রাপ্তি যে
ঈশ্বরপ্রদত্ত, তা ভুলে গিয়ে অহংবাদী বা অহংবুদ্ধি দ্বারা অভিশপ্ত হননি,
তাইতো মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় প্রাণঘাতী করোনাকে পরাভূত
করেছেন।
নঈম নিজাম ভাই
সহকর্মী ও সতীর্থদের প্রাণ সংহারে শোক বিহ্বল হয়ে পড়েছিলেন। সোচ্চার কন্ঠ
হয়ে উঠেছিলেন সরকারের দায়িত্বপ্রাপ্তদের গঠনমূলক সমালোচনা করে।
একটা পর্যায়ে তাঁর কর্মচাঞ্চল্যে ছন্দপতন ঘটায় হায়েনা করোনা। বীরের মতো
শাসিয়েছেন করোনাকে। করোনা তাঁর মনস্তত্ত্বকে প্রভাবিত করতে পারেনি।
শ্রদ্ধেয় নঈম নিজাম ভাই তাই তো নিজেই নিজের ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে
সতীর্থদের টেনশন মুক্ত করেছেন। বলেছেন, তিনি আল্লাহর অসীম রহমতে সুস্থ
আছেন, যে কোনদিন থেকে অফিস করা শুরু করবেন। শ্রদ্ধা আর অকৃপণ ভালোবাসা
নঈম নিজাম ভাইকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.