অনলাইন ডেস্ক:: বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। আজ এই পর্যন্ত যত দেশ শনাক্তের হিসাব দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। রাত ১২টায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে নতুন আক্রান্তে বাংলাদেশের এই অবস্থান পাওয়া যায়। এদিন সর্বোচ্চ ৩,১৭১ জন নতুন রোগী পাওয়া গেছে বাংলাদেশে।
নতুন আক্রান্তে তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া। সেখানে নতুন রোগীর সংখ্যা ৮,৫৯৫। ৮,৫৬২ জন নিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে। তারপর আছে যথাক্রমে ভারত ৮,৫২২, পাকিস্তান ৪,৬৪৬ , চিলি ৩৯১৩, সৌদি আরব ৩,২৮৮। তারপরই সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। মোট শনাক্ত ৩,১৭১। বাংলাদেশের পর ২,৯৯৯ নতুন রোগী নিয়ে অষ্টম স্থানে রয়েছে মেক্সিকো।
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৪৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ৯৭৫ জনে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.