অনলাইন ডেস্ক:: অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক সন্তান রেখে মারা গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল মামুন উদ্দিন (২৭)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসে মৃত্যুর শিকার কনস্টেবল মামুন সিএমপির পিওএম উত্তর বিভাগে কর্মরত ছিলেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার মরদেহ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কনস্টেবল মামুনের গ্রামের বাড়ি ফেনীর পশুরাম থানার কালিকাপুর গ্রামে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মা সেখানেই বসবাস করেন।
এ নিয়ে বাংলাদেশ পুলিশের মোট ১৭ জন সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.