অনলাইন ডেস্ক:: যশোরের অভয়নগরে মাস্ক না পরে বের হওয়া পথচারীদের জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্যের দায়ে জরিমানা করা হয়েছে ব্যবসায়ী, ট্রাক ও মোটরসাইকেল চালককে। রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম এ জরিমানা করেন।
আদালত সূত্র জানায়, রবিবার বিকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর ও ভৈরব সেতুতে মাস্ক না পরে বের হওয়া ২০ জন পথচারীকে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ২৫ জনকে পাঁচটি করে মেডিক্যাল মাস্ক কিনতে বাধ্য করা হয়।এ ছাড়া সরকারি নির্দেশ অমান্য করে বিকাল সাড়ে ৫ টার সময় দোকান খুলে রাখার দায়ে নওয়াপাড়া বাজারের মিনিস্টার মাইওয়ান শো-রুমকে এক হাজার টাকা, কাগজপত্র ঠিক না থাকায় দুই ট্রাকচালককে ৮০০ টাকা ও একজন মোটরসাইকেল মালিককে ২০০ টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.