নীলফামারী প্রতিনিধি॥নীলফামারীতে র্যাবের ১০ সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার(২৮ মে) বিকেলে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন করে ১০জন র্যাব সদস্যের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ১০ জনই জেলা শহরের সবুজপাড়ায় অবস্থিত র্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য। এ নিয়ে নীলফামারী র্যাব ১৩ ক্যাম্পের ১৯ জন করোনায় আক্রান্ত হলেন।
এর আগে এই ক্যাম্পের ৯ জন করোনায় আক্রান্ত হয়ে জেলা সদর জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।সেই আক্রান্তের সুত্র ধরে র্যাবের নতুন করে ৬৩টি নমুনা সংগ্রহ করে গতকাল বুধবার ঢাকার কোভিট -১৯ ডিজিএইচএস পরীক্ষাগারে প্রেরন করা হয়েছিল। এরমধ্যে বৃহস্পতিবার বিকেলে ১০ জনের পজেটিভ রির্পোট পাওয়া পাওয়া যায়।
উল্লেখ্য:- এ জেলায় ১০৮ জন করোনা আক্রান্তের মধ্যে নীলফামারী জেলা সদরে ৪৭,সৈয়দপুর উপজেলায় ১৮,ডিমলা উপজেলায় ১৫,ডোমার উপজেলায় ১১,জলঢাকা উপজেলায় ৯ ও কিশোরগঞ্জ উপজেলায় ৮ জন রয়েছেন।
> তাদের মধ্যে নারী-পুরুষসহ ২ জন মৃত্যু বরন করেছেন এবং সুস্থ্য হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন ৩৮ জন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.