অনলাইন ডেস্ক:: সীমান্তে নানা রকম চাপের মুখে আছে ভারত। লাদাখ সীমান্তে চীন, নেপালের সঙ্গে সীমান্ত নিয়ে গোলযোগ আর কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা পুরনো।
এসব উত্তেজনার মধ্যেই কাশ্মীর সীমান্তে সন্দেহভাজন ‘গুপ্তচর’ কবুতর আটক করেছে ভারত। ধারণা করা হচ্ছে, কবুতরটি পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত রেখা বরাবর কাঠুয়া জেলা থেকে আটক করা কবুতরটিকে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তান থেকে উড়ে আসা কবুতরটিকে হিরানগরের মানিয়ারি গ্রামের বাসিন্দারা আটক করে। তার কাছে একটি আংটিসহ কোড বার্তা পাওয়া গেছে। নিরাপত্তা সংস্থার সদস্যরা বলছেন, কোড বার্তায় কি আছে তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।
কাঠুয়ায় পুলিশ কর্মকর্তা শিলেন্দ্র মিশরা বলেন, গ্রামবাসী পুলিশের কাছে এ কবুতরটি দিয়ে গেছে। দেখা যাচ্ছে এর পায়ে একটি আংটি পরানো। তাতে কিছু সংখ্যা লিখা। এ নিয়ে আমরা তদন্ত করছি।
তবে কবুতরটি পাকিস্তান থেকে এসেছে কিনা বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশের একটি সূত্র বলছে, যদিও পাখির কোন দেশ নেই। আন্তর্জাতিক সীমান্ত রেখা বরাবর অনেক পাখিই আসে যায়। কিন্তু এটির বিষয়টা উদ্বেগের কারণ হয়ে উঠেছে কারণ তার পায়ে কোড বার্তা সংবলিত একটি আংটি পাওয়া গেছে। সাধারণ কবুতরের গায়ে এটা থাকে না।
সূত্র: হিন্দুস্থান টাইমস
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.