অনলাইন ডেস্ক:: রাজশাহীর পুঠিয়া থানায় দায়িত্বরত অবস্থায় সামিয়ারা খাতুন (২৭) নামের এক নারী কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ঈদের দিন সকালে থানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সামিয়ারা খাতুন সিরাজগঞ্জের রায়গঞ্জের বাসিন্দা। পুঠিয়া থানার পাশেই ভাড়াবাড়িতে পরিবার নিয়ে বসবাস করছিলেন তিনি। দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে থানায় হঠাৎ বুকব্যাথা অনুভব করেন ওই নারী কনস্টেবল। এ সময় কয়েকবার তিনি বমিও করেছেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। এ সময় সেখানকার
দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ইফতেখায়ের আলম বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তবে আগে থেকেই তার এমন কোনো অসুস্থতা ছিল না। রোববারও তিনি দায়িত্বপালন করেছেন।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.