আজকের ক্রাইম ডেক্স
দীর্ঘ এক মাস প্রাণঘাতী করোনার সাথে সংগ্রাম করে অবশেষে জয়লাভ করলেন চিকিৎসকপত্নী লাভলী দাস। তিনি শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অসিত ভুষন দাসের স্ত্রী। মে মাসে শুরুর দিকে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব মেলে। পরে লাভলী দাস নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। বৃহস্পতিবার ফের তার নমুনা পরীক্ষা করলে প্রাপ্ত ফলাফলে রিপোর্ট নেগেটিভ আসে।
চিকিৎসকের পারিবারিক জানা গেছে- অধ্যক্ষ অসিত ভুষন দাসের স্ত্রী লাভলী দাসের নমুনা পরীক্ষায় মে মাসের ১ তারিখ করোনার উপস্থিতি পাওয়া যায়। ওই দিন থেকে তাকে বাসায় একটি রুমে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এবং তার স্বামী অসিত ভুষণকেও ভিন্ন একটি কক্ষে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। স্বামী-স্ত্রী উভয়ে বাসায় থেকে প্রাণঘাতী করোনার সাথে প্রায় এক মাস যুদ্ধ করে সফল হয়েছেন।
চিকিৎসক অসিত ভুষণ জানান, বাসায় থাকা সময়ে উভয়ে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত ওষুধ সেবন করেন। বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালে দ্বিতীয়বার পরীক্ষা করে করলে তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ আসে। করোনা জয়ের খবরে চিকিৎসক তার স্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.