এস এম সুজন খান(বিশেষ প্রতিনিধি) :-বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পরিস্থিতিতে ভালুকায় কর্মহীণ হয়ে পড়া শ্রমজীবি অসহায় নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন ভালুকা উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার তফির উদ্দিন তালুকদারের ছেলে ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার।
সোমবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আসহায় পরিবারকে চাল, ডাল, আলু, লবন, তেল তুলে দেন। এ সময় তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার বলেন, আমার পক্ষ থেকে পৌর এলাকার নিম্ন আয়ের ৩০০০ পরিবারের মাঝে পর্যায়ক্রমে ঈদ উপহার বিতরণ অব্যাহত থাকবে, পুরো দেশ এখন করোনাভাইরাসে আতঙ্কিত তাই আপনারা নিরাপদ দুরত্ব বজায় রাখুন, সাবান দিয়ে বারবার হাত পরিস্কার করুন, ঘরের বাহিরে অযথায় ঘোরাফেরা করবেন না, পরিবারকে সময়দিন, নিজে সুস্থ্য থাকুন, সকলকে নিরাপদে থাকতেদিন, না খেয়ে কেউ মরবেন না, যতদিন করোনা পরিস্থিতি সাভাবিক না হবে, আমার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এর আগে গোটা বিশ্ব তথা বাংলাদেশ এমন পরিস্থিতিতে কখনও পড়েনি। আমাদের দেশে বহু মানুষ রয়েছে যারা অসহায়, গরীব ও দুঃস্থ্য। করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হতে না পারায় তারাই আজ সব চাইতে বেশি বিপদে পড়েছে। এই বিপদের সময় তাদের পাশে দাড়ানো আমাদের সবার দায়িত্ব। আমি তার ই অংশ হিসেবে আজ অসহায় দুঃস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যমান মনে করছি, মানব সেবাই হোক আমাদের সবার কাম্য।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.