রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার তেতলা
গ্রামে গভীর রাতে অগ্নিকান্ডে ডকইয়ার্ড ভস্মিভূত হয়েছে। এতে কয়েক লাখ
টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামে
খালের তীরে গড়ে তোলা মহসিনের ‘মা বাবার দোয়া’ ডক ইয়ার্ডের মেশিন সহ
যন্ত্রাংশ রাখার টিনসেড ঘরে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অগ্নিকান্ডের
ঘটনা ঘটে।এসময় স্থানীয়দের আগুন.. আগুন.. বলে ডাক চিৎকার শুনে ডকইয়ার্ডের
মালিক মহসিন ঘর থেকে বের হতে গিয়ে দেখতে পান বাহির থেকে দরজায় তালাবদ্ধ
করা। পরে তার ডাক চিৎকার শুনে বাড়ির অন্যরা এসে তালা ভেঙ্গে মহসিন ও তার
পরিবারের সদস্যদের উদ্ধার করেন। পরে তারা সহ স্থানীয়রা ডকইয়ার্ডের ওই
টিনসেড ঘরে লাগা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।এতে ওই টিনসেড ঘরটি ও
ঘরে থাকা ৩টি ওয়েল্ডিং মেশিন ও একটি শার্কেট ওয়েল্ডিং মেশিন সহ ৫
লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে যায়। এ
ব্যপারে শুক্রবার সকালে ডকইয়ার্ডের মালিক মহসিন তার সঙ্গে পূর্ব থেকে
বিরোধ থাকা একই এলাকার শাহজালাল বেপারী (৪০),সোহেল বেপারী(৩৮),রাসেল
বেপারী(৩৫)শাহ আলম বেপারী(৪২),মামুন বেপারী(২৫) ও শাহাদাত হোসেন হাওলাদার
(৩৮) কে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি উল্লেখ করেন
পূর্ব বিরোধের জের ধরে উক্ত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ডকইয়ার্ডে
আগুন ধরিয়ে দিয়ে তার ক্ষতিসাধন করেছে। প্রসঙ্গত সম্প্রতি ওই আসামীরা
ডকইয়ার্ডের ফলে পরিবেশ দূষণ হচ্ছে এ অভিযোগ করলে ইউএনও’র নির্দেশে উপজেলা
সহকারী কমিশনার(ভূমি) অনুপ দাস সেখানে গিয়ে মোবাইল কোর্টে ডকইয়ার্ড মালিক
মহসিনকে ২ হাজার টাকা অর্থদন্ড দেওয়ার পাশাপাশি ডকইয়ার্ডের কার্যক্রম
বন্ধ করে দেন। ওই সময় একটি ওয়েল্ডিং মেশিন ও কয়েকটি হ্যামার জব্দ করে
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেনের কাছে
জিম্মায় রাখা হয়। এদিকে ডকইয়ার্ড মালিক মহসিন জানান ডকইয়ার্ডের
কার্যক্রমে কোন প্রকার বাধা প্রদান না করতে আদালতে নিষেধাজ্ঞা থাকার পরেও
সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.