মো: আমিনুল ইসলাম ::-
অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মোকাদ্দাস শহরের করোনা ভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক ধ্বংস করল ইসরায়েলের সেনা সদস্যরা। তাছাড়া পরীক্ষার কাজে নিয়োজিত চারজন ডাক্তারকে আটক করেছে। বায়তুল মোকাদ্দাস শহরের সিলওয়ান অঞ্চলের একটি মসজিদে এই ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছিল। গত মঙ্গলবার রাতে ইসরাইল সেটা বন্ধ করে দেয়।
অভিযোগ আসে এই ক্লিনিকের ডাক্তাররা সেখানকার স্বায়ত্ব শাসিত সরকারকে করোনা ভাইরাস মোকাবেলায় সাহায্য করে যাচ্ছেন যার ফলে ইসরাইল সেটি বন্ধ করে দেয়।
অস্থায়ী এই ক্লিনিকটির মাধ্যমে ফিলিস্তিনের জনগণ মরণব্যাধি করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করছিল, শেষমেশ ইসরায়েল সেটিও বন্ধ করে দেয়।
এই ক্লিনিকের পরিচালক জানান, সিলওয়ান অঞ্চলে করোনা ভাইরাস পরীক্ষার সরঞ্জামাদির তীব্র সংকট। তাছাড়া এখানে একটি অস্থায়ী ক্লিনিক প্রতিষ্ঠা করে যতটুকু পরীক্ষার কাজ চলছিল শেয পযর্ন্ত সেটিও ইসরাইল বন্ধ করে দিল। উল্লেখ্য এখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চল্লিশ জনে পৌঁচেছে । এটা একটা ঘনবসতিপূর্ণ এলাকা বিধায় সমস্ত এলাকায় এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
পূর্ব বায়তুল মোকাদ্দাস শহরের সিলওয়ান অঞ্চলের জনগণকে নিয়মিত স্বাস্থ্যসেবা এবং করোনা ভাইরাসরোধে ইসরাইল প্রতিরোধ করে চলেছে। তাছাড়া তাদের হতে খাদ্য- দ্রব্য ছিনিয়ে নিয়েছে এবং শহরের পূর্বাঞ্চলে চলাচলে বিধি নিষেধ আরোপ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.