নিজস্ব প্রতিবেদক:
নগরীর ছিন্নমূল অসহায় শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে রয়েল সিটি হাসপাতাল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে লাঞ্চঘাট এলাকায় এই সেবা প্রদান করা হয়। এসময় শেরে-বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক(ইউরোলজি বিভাগ) ডাঃ এ এইচ এম রফিকুল বারী শিশুদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে রয়েল সিটি হাসপাতালের পক্ষ থেকে শিশুদের বিনামূল্যে বিভিন্ন ঔষধ সামগ্রী বিতরণের করে রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা। রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক আমরা সাধারণ মানুষকে সচেতন করছি। পাশাপাশি বিভিন্নভাবে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক পরামর্শ ও নিরাপত্তা সরঞ্জাম হিসেবে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। এসব কর্মকান্ডের পাশাপাশি অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে রয়েল সিটি হাসপাতাল। এ ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.