মো: আমিনুল ইসলাম ::-
রাশিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক জরুরী বৈঠকের পর এ ঘোষণা দেন। রাশিয়া জুড়ে মরণব্যাধি করোনাভাইরাস বেড়ে যাওয়ার পেক্ষাপটে তার প্রতিরোধ প্রকল্পে সামরিক বাজেট ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সে দেশের প্রেসিডেন্ট আরও বলেন, আগামী কয়েক দিন আমাদের এই ভাইরাস সম্পর্কে গভীর ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রতিদিন আপডেট দিতে হবে। তিনি আরও যোগ করেন, চিকিৎসা সেবায় কোন চিকিৎসককে অবহেলা করা যাবে না। এ রকম ঘটনা দেখা দিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাশিয়ায় করোনাভাইরাস বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলার উপর গুরুত্বারোপ করা হয়েছে। রাজধানী শহর মস্কোসহ বড় বড় শহর গুলোতে বাইরে চলার ক্ষেত্রে প্রয়োজনে সিটি কর্পোরেশনের অনুমতি গ্রহণের ব্যাপারে বলা হয়েছে। এ ছাড়া জনগণকে ঘরের বাইরে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ পযর্ন্ত সারা বিশ্বে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছেন ১,৯২৫,৩৩০ জন, সুস্থ হয়েছেন ৪৪৭,৯৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১৯,৭০৫ জন।
এ যাবৎ বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৮০৩ জন, সুস্থ হয়েছেন ৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৯ জন।
এ পযর্ন্ত রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৮,৩২৮ জন, সুস্থ হয়েছেন ১,৪৭০ জন, মৃত্যুবরণ করেছেন মোট ১৪৮ জন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.