মোবারক হাসন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জলার লক্ষ্মীছড়ি উপজলায় ১৫ কাটি টাকা ব্যয় ৫০ শয্যা নির্মাণাধীন হাসপাতালর ভবনর নির্মাণ কাজ ব্য্যপক দুর্নীতি ও অনিয়মর অভিযাগ পাওয়া গেছে। পুরনো কমপ্ল´ ভবন ভাঙ্গার ফলে য ইট পরিত্যক্ত হয় গেছে সগুলা ভবনের মূল পিলার ব্যবহার করা হয়ছে বলে অভিযাগ রয়ছে। ব্যবহার করা হচ্ছে স্থানীয় নিন্ম মানর বালু। চলছে করানা পরিস্থিতির মধ্য নির্মাণ কাজ। তবে তদারকিত নেই কোনো প্রকৌশলী। এ অতএব ৬ এপ্রিল সোমবার আকষ্মিকভাব লক্ষ্মীছড়ি উপজলা চয়ারম্যান হাসপাতাল গেলে নিন্ম মানর বালু দিয় কাজ করার দৃশ্য দেখে তাৎক্ষনিক কাজ বন্ধ রাখার নির্দশ দেন । সিলট সন্ড (সিলকশন বালু)
বালু দিয় কাজ করার কথা কি কনা শুধু মাত্র স্থানীয় নিন্ম মানের বালু দিয় কাজ করছন এমন প্রশর উত্তর শ্রমিকরা দিত পারন নি। কিছুক্ষণ পর একজন মিস্ত্রী এসে শাক দিয় মাছ ঢাকার মত কথা বলেন মজুদ কর রাখা কিছু বালু দখাতে নিয়ে যায়। কাজর সাইড কোনা ইঞ্জিনিয়ার নাই কিন্তু কেন এমন উপজলা চয়ারম্যান এমন প্রশ্ন করলে করানার কারণ আসত পারতেছে না। তাহল এত বড় ভুল কেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.