২৩ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
৬ মাসে রাজস্ব ঘাটতি রেকর্ড ৫৮ হাজার কোটি টাকা কেরুজ তৈয়ব আলী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত ঝালকাঠিতে তারুণ্যের উৎসব উপলক্ষে সাইকেল র‍্যালী অনুষ্ঠিত ওয়াজের ময়দান ইদানিং ‘রঙ্গমঞ্চ’ তথা হাসি-তামাশার স্থান হয়ে উঠেছে : ছারছীনা পীর প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন। বানারীপাড়ায় বিএনপি নেতা সবুর মেম্বরের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের ভোগ দখলীয় সম্পত্তিতে থাকা প্রায় অর্ধ কোটি টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ মোবাইল কলরেট ও ওষুধে বর্ধিত কর প্রত্যাহার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করা হোক: আসিফ বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, তরুণীসহ আহত ৭
ঘরে থাকুন ইনশাআল্লাহ্‌ আপনার ঘরে পৌছে যাবে খাবার-বরিশাল সিটি মেয়র”

ঘরে থাকুন ইনশাআল্লাহ্‌ আপনার ঘরে পৌছে যাবে খাবার-বরিশাল সিটি মেয়র”

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

সরকারি বন্ধের পঞ্চম দিনে খাদ্য সহায়তা নিয়ে মাঠে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশন। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর তত্ত্বাবধানে অসহায়, কর্মহীন এবং নিম্ন আয়ের প্রায় ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বরিশাল সিটি কর্পোরেশন।

গতকাল থেকে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কর্মসূচি শুরু হয়। নগরের কেডিসি কলোনির কর্মহীন এক হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

করোনা ভাইরাসের ঝুঁকি থাকায় সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন সিটি মেয়র। একই সঙ্গে কর্মহীনদের খাদ্য সমস্যা দূর করতে চলমান উদ্যোগ নেবেন তিনি। প্রথম দিন খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু এবং দুই কেজি ডাল দেওয়া হয়েছে।

এ সময় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও ৩ নম্বর প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখর দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, সিটি কর্পোরেশনের হিসেব অনু্যায়ী করোনা পরিস্থিতির কারনে নগরীর ৩০টি ওয়ার্ডের অন্তত ৪০ হাজার মানুষ বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। অসহায় এসব মানুষদের খাদ্য সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র জনাব সাদিক আবদুল্লাহ। তার নির্দেশে গতকাল এই খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে খাদ্য সহায়তা দেওয়া হবে। শুধু একবার নয়, করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে যতবার প্রয়োজন ততবার কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রামণ এড়াতে সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন সড়কে নিয়মিত ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। কর্পোরেশনের পক্ষ থেকে করোনা সচেতনতায় মাইকিং, প্রচারপত্র বিলি অব্যাহত রয়েছে। এছাড়া করোনা সংক্রান্ত সমস্যার অভিযোগ এবং এর প্রতিকারের জন্য সিটি করপোরেশনে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, মাননীয় মেয়র রাস্তার বের হলে অনেক মানুষের ভীড় বাড়বে। তাই তিনি নিজে বের হচ্ছেন না। তবে করোনাা সংক্রমণ এড়াতে সবরণের ব্যবস্থা করেছেন। নগর ভবন থেকে পরিচ্ছন্নতা কাজসহ হাত ধোয়ার পানি সরবরাহ, ব্লিচিং পাউডার দেওয়া ও প্রচারণার কাজ চালানো হচ্ছে।

এদিকে কর্মহীন মানুষের জন্য ত্রান মন্ত্রণালয়ের দেয়া খাদ্য সহায়তা গতকাল সোমবার পর্যন্ত জেলার ৭৬৮ পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019