মোঃ আবুল বাশার/ মোঃ আমিনুল ইসলাম::-
লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন থেকে বলা হয়েছে যে, মি.জনসনের দেহে সামান্য আকারে করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছে এবং তিনি সবার থেকে আলাদা হয়ে থাকবেন। তবে করোনাভাইরাস মোকাবিলায় তিনিই সরকারীভাবে নেতৃত্ব দিবেন বলে জানিয়েছেন। এও জানিয়েছেন যদি তিনি এই ভাইরাসের জন্য অসুস্থ হয়ে পড়েন তাহলে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যাব দায়িত্ব পালন করবেন। মি.জনসনের সাথে যাহারা কাজ করেছেন তাদের মধ্যে আরো কত জনের দেহে এই সংক্রমণজনিত ভাইরাস দেখা দিতে পারে তা এখনও স্পষ্ট নয়। এক আজকের ক্রাইম নিউজ কে মি.জনসন স্বীকার করেন তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ সামান্য ধরা পড়েছে যা পরীক্ষায় পজিটিভ দেখা দিয়েছে। এক বার্তায় বলা হয়, বৃটেনের প্রধান চিকিৎসক ক্রিস হুইটির ব্যাক্তিগত পরামর্শে বৃটেনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএসের কর্মীদের মাধ্যমে মি.জনসন তার সরকারী বাসভবনে পরীক্ষা করান। বৃহস্পতিবার রাতেই তিনি প্রকাশ্যে এসেছিলেন। বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে তিনিই একমাত্র ব্যাক্তি যা করোনা ভাইরাসের কথা স্বীকার করলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.